যশোরের নির্বাচনি কার্যালয় থেকে অস্ত্র ও ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে, শহরের চারখাম্বার মোড় এলাকায় যশোর পৌরসভা নির্বাচনের কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটক ৪ জনের মধ্যে একজন রবির ছেলে শুভ। বাকিরা একই এলাকার সবুজ, রায়হান ও ইমেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কার্যালয় থেকে একটি পিস্তল ও বেশ কিছু ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক ৪ জনই চিহ্নিত চাঁদাবাজ উল্লেখ কর পুলিশ জানান, তাদের বিরুদ্ধে চারটি মামলা করা হবে।