কোভিড-১৯ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৯ মার্চ রোজ মঙ্গলবার ওয়ান সার্কেল এর সহপ্রতিষ্ঠান আলিঙ্গন ডার্ড গ্রুপের রাজেন্দ্রপুর ফ্যাক্টরিতে কর্মক্ষেত্রে হয়রানি প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা শীর্ষক কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন সচেতনতা মূলক পরামর্শ প্রদানের পাশাপাশি কর্মক্ষেত্রে বিভিন্ন হয়রানি মূলক আচরণ কীভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে বিভিন্ন দলগত কর্মকাণ্ডের মাধ্যমে বোঝানো হয়।
উল্লেখ্য যে কর্মশালাটি নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখেই সম্পন্ন করা হয়। কর্মশালাটিতে উপস্থিত ফ্যাক্টরির সকল কর্মীবৃন্দের সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন আলিঙ্গন কল্যাণ সংস্থার সভাপতি ফারিন দৌলাহ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























