গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ৩ জনকে গাঁজাসহ আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ থেকে তাদেরকে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া পশ্চিমপাড়া গ্রামের আ.হান্নান চৌধুরীর ছেলে ফাহিম আহমদ চৌধুরী (২৮), ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে সুমন আহমদ সাজু (৩২) ও পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে জহির উদ্দিন (৩৮)তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-১৭) দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















