০৯:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

পিকনিকের আড়ালে মাদক বিক্রি, আটক ৪

পিকনিকের আড়ালে মাদক বিক্রির কারনে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীতে নতুন মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পিকনিকের আড়ালে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (১২ মার্চ) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহিষবাথান উত্তরপাড়ায় অভিযান চালায়। এসময় পিকনিকে মাদক ক্রয়-বিক্রির দায়ে মহনগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার আকাশ ওরফে আক্কাসের স্ত্রী কাকলি (২০) ও একই মহল্লার মৃত সালাম শেখের ছেলে আবুল হোসেন (৪৫)-কে গ্রেফতার করে। পরে মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পিকনিকের আড়ালে মাদক বিক্রি, আটক ৪

প্রকাশিত : ০৩:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১

পিকনিকের আড়ালে মাদক বিক্রির কারনে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীতে নতুন মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পিকনিকের আড়ালে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (১২ মার্চ) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহিষবাথান উত্তরপাড়ায় অভিযান চালায়। এসময় পিকনিকে মাদক ক্রয়-বিক্রির দায়ে মহনগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার আকাশ ওরফে আক্কাসের স্ত্রী কাকলি (২০) ও একই মহল্লার মৃত সালাম শেখের ছেলে আবুল হোসেন (৪৫)-কে গ্রেফতার করে। পরে মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর