মাদারীপুরের রাজৈরে ছাত্রলীগ নেতা আজিজুল হাসান (২৭)এর উপর সন্ত্রাসীরা হামলা হয়েছে। এঘটনায় বাদি হায়দার হোসেন রাজৈর থানায় একটি মারামারির মামলা দায়ের করেছে । আহত আজিজুল এখন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, (১২ মার্চ) শুক্রবার সন্ধা ৭ টার সময় উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেলেন আজিজুল এমন সময় জয় আকন, রাশেদ সর্দার,তাজমুল আকন, বাবু আকন ও মাহবুবসহ কয়েকজন লোহার পাইপ দিয়ে পিছন থেকে হামলা করে আজিজুলের উপর । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহত আজিজুল মাদারীপুর জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য ও রাজৈর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (শাজাহান খান এমপি সর্মথিত গ্রুপ) ও মজুমদারকান্দির তারা মিয়া মাতুব্বরের ছেলে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা সবাই জেলা আ, লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা অনুসারী বলে বাদি পক্ষ জানান।
মামলার বাদি হায়দার হোসেন জানান, এঘটনার সঠিক কারন অনুসন্ধান করে দোষীদের কঠোর শাস্তি চাই।
এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সাদিক জানান, থানার হায়দার হোসেন বাদি হয়ে একটি লিখিত মামলা দায়ের করছে, আমরা তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নেবো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















