রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন-মাহবুব ওরফে মফিজ (৪৭), সিরাজ শেখ (৫৫), আশু মিয়া (৩৭), সোলাইমান (৬০), আদিল (৪৩), ফজল (৫০), আসলাম শেখ (৫০) ও মনির হোসেন (৬৫)।
শনিবার (১৩ মার্চ) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ৮ টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর কাঁচা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ছয়টি মোবাইল ফোন ও পাঁচ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
























