ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রধান কার্যালয়ে একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।
আজ রবিবার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
রাসেল শিকদার জানান, ডিএমপি প্রধান কার্যালয়ের একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এখান থেকে শর্ট সার্কিটে আগুন লাগে। সর্বশেষ খবরে পাওয়া গেছে আগুন নিভে গেছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























