পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে ২৩০ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। (মঙ্গলবার) ১৬ মার্চ কুরুকপাতা পোয়ামূহুরী সড়কের সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে আলীকদম সদরে আসার পথে কুরুকপাতা-পোয়ামুহুরী সড়কের ১৯ কিলোতে তারা সেনাবাহিনীর হাতে ধরা পড়ে।
সেনাজোন সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আলীকদম সেনাজোনের অন্তর্গত কুরুকপাতা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ মফিজ এর নেতৃত্বে (মঙ্গলবার) ১৬মার্চ সকাল ৯ ঘটিকায় অভিযান চালিয়ে ২৩০ পিচ ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা মৃত আলতাফ হোসেনের পুত্র মোঃ জাহাঙ্গীর হোসাইন (২৪), একই গ্রামের বাসিন্দা মাসুকের পুত্র মোঃ বেলাল হোসাইন(২৫) ও আলীকদম সদরের বাজার পাড়ার বাসিন্দা মোয়াজ্জেম হোসাইনের পুত্র মুমিনুল হোসাইন রিমন (২০)। সন্ধ্যায় তাদেরকে কুরুকপাতা ক্যাম্প থেকে পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ রকিব উদ্দিন বলেন, ইয়াবাসহ আটক হওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















