পুলিশভ্যানের ভেতরে বসে এক ফেসবুক লাইভে এসে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন রফিকুল ইসলাম। প্রিজনভ্যান থেকে রফিকুল ইসলাম ২৯ সেকেন্ডর একটি ফেসবুক লাইভে আসেন যেটি ভাইরাল হয়ে যায়।
পুলিশ ভ্যানের ভেতর থেকে ফেসবুক লাইভে রফিকুল ইসলাম বলেন, সম্মানিত দেশবাসী, আপনারা দেখছেন পুলিশ আমাদের পুলিশভ্যানে নিয়ে এসেছে। এই যে আমাদের আরও কিছু ভাই। আমরা বলবো আমরা আসলে দেশের বিরুদ্ধে না, ইসলামের বিরুদ্ধে না। আমাদের পুলিশ ভাইরা আহত করেছে, আঘাত করেছে। আমরা তাদের বলবো আমাকে আঘাত করা বা দেশকে আঘাত করা একই কথা। আমরা ইসলামবিরোধী না দেশবিরোধী না আমরা মোদির বিরুদ্ধে।
রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেন।
https://youtu.be/7bFduQKn-KI
























