০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সেই বই এর স্টলে দেখা মিলছে তারা ও জয়ের

কোভিড-১৯ প্রদুর্ভাব এর কারণে এ বছর বাঙ্গালীর প্রাণের মেলা অমর একুশে বইমেলা শুরু হয়েছে গত ১৮ মার্চ। যদিও এখন মেলা ঢিলেঢালা ভাবেই চলছে। তবে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে মেলা জমে উঠবে। এবারের বইমেলায় শিশু কিশোরদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে একঝাক নতুন বই, তার মধ্যে “তারা ও জয়ঃ শারীরিক সুরক্ষা” অন্যতম।
“তারা ও জয়ঃ শারীরিক সুরক্ষা” বইটি তারা ও জয় সিরিজের প্রথম প্রকাশিত বই।

বইটিতে শিশু কিশোরদের শারীরিক সুরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় গল্পের মাধ্যমে অত্যন্ত প্রাণোজ্জল ভাবে তুলে ধরা হয়েছে। এই বইটি মা-বাবাদের জন্য শিশু-কিশোরদের সাথে শারীরিক সুরক্ষা নিয়ে কথা শুরু করার একটি অন্যতম মাধ্যম। বইটি লিখেছেন ফারিন দৌলাহ, যিনি “ওয়ান সার্কেল” নামক একটি কল্যাণ সংস্থার সভাপতি। মুলত সংস্থাটি শিশু-কিশোরদের মানসিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।
বইটি বাংলা ও ইংরেজি দু’টি ভার্সনেই পাওয়া যাচ্ছে বাংলা একাডেমী প্রাঙ্গণে ‘সেই বই’ এর ৭৫২ নম্বর স্টলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

সেই বই এর স্টলে দেখা মিলছে তারা ও জয়ের

প্রকাশিত : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

কোভিড-১৯ প্রদুর্ভাব এর কারণে এ বছর বাঙ্গালীর প্রাণের মেলা অমর একুশে বইমেলা শুরু হয়েছে গত ১৮ মার্চ। যদিও এখন মেলা ঢিলেঢালা ভাবেই চলছে। তবে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে মেলা জমে উঠবে। এবারের বইমেলায় শিশু কিশোরদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে একঝাক নতুন বই, তার মধ্যে “তারা ও জয়ঃ শারীরিক সুরক্ষা” অন্যতম।
“তারা ও জয়ঃ শারীরিক সুরক্ষা” বইটি তারা ও জয় সিরিজের প্রথম প্রকাশিত বই।

বইটিতে শিশু কিশোরদের শারীরিক সুরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় গল্পের মাধ্যমে অত্যন্ত প্রাণোজ্জল ভাবে তুলে ধরা হয়েছে। এই বইটি মা-বাবাদের জন্য শিশু-কিশোরদের সাথে শারীরিক সুরক্ষা নিয়ে কথা শুরু করার একটি অন্যতম মাধ্যম। বইটি লিখেছেন ফারিন দৌলাহ, যিনি “ওয়ান সার্কেল” নামক একটি কল্যাণ সংস্থার সভাপতি। মুলত সংস্থাটি শিশু-কিশোরদের মানসিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।
বইটি বাংলা ও ইংরেজি দু’টি ভার্সনেই পাওয়া যাচ্ছে বাংলা একাডেমী প্রাঙ্গণে ‘সেই বই’ এর ৭৫২ নম্বর স্টলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ