০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

কুমিল্লায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

কুমিল্লায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে জেলার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯)।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতদের হাসপাতালে নেওয়া হলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

কুমিল্লায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৮:০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১

কুমিল্লায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে জেলার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯)।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতদের হাসপাতালে নেওয়া হলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।