০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক

নওগাঁর রাণীনগরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল থেকে তৈরি হওয়া রতনডারা খাল বয়ে গেছে রাণীনগর ও পার্শ্ববর্তী আত্রাই উপজেলার মধ্যদিয়ে। এই রতনডারা খালের উপর দাঁড়িয়ে আছে সংযোগ সড়ক বিহীন একটি ব্রিজ। ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের তৈরি বাঁশের চাটার সাঁকোর উপর দিয়ে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে প্রায় ৫০টি গ্রামের মানুষ।

জানা গেছে, উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার সংলগ্ন রতনডারা খালের উপর ৪বছর পূর্বে নির্মাণ করা হয় একটি ব্রিজ। নির্মাণের পর ব্রিজটির উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। স্থানীয়রা চলাচলের জন্য ব্রিজটিতে সংযোগ সড়ক হিসেবে বাঁশের চাটার সাঁকো বানিয়ে এর উপর দিয়ে পারাপারের কাজ চালিয়ে আসছেন। এই রাস্তা দিয়ে রাণীনগর উপজেলার চাপড়া, বহলা ও আত্রাই উপজেলার উচলী কাশিমপুর, পার-কৃষ্টপুর, ঝনঝনিয়া, কালিগ্রাম, সুবর্ণকুন্ড, তারটিয়া, মির্জাপুর, মাগুড়াপাড়া, হাতিয়াপাড়া, চাপড়া, তারাটিয়া ছোটডাঙ্গা, তারাটিয়া বড়ডাঙ্গা, কয়সাসহ প্রায় ৫০টি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। সপ্তাহে দুই দিন ভবানীপুর ও মির্জাপুর হাট বসে। এই সব গ্রামের মানুষদের হাটে চলাচল করার এটিই একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্রিজটি পারাপার হতে। মানুষসহ ছোট ছোট যানবাহন বিশেষ করে ভ্যানগাড়ি চলাচল করার সময় নিচে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনাও ঘটেছে।

 

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম বলেন, এই জনগুরুত্বপূর্ন ব্রিজটির উভয় পাশে সংযোগ রাস্তা করার জন্য একটি লিখিত আবেদন উপর মহলে পাঠিয়েছি। সেটি অনুমোদন দিয়ে অর্থ বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে। এছাড়া আমিও নিজে চেষ্টা করছি যে অন্য কোন খাত থেকে অর্থ এনে এই কাজটি করার জন্য।

বিজনেস বাংলাদেশইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

পিরোজপুরে ছাত্রলীগ কর্মীকে পিটিতে হত্যা মামলায় ২ আসামী গ্রেপ্তার

ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক

প্রকাশিত : ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

নওগাঁর রাণীনগরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল থেকে তৈরি হওয়া রতনডারা খাল বয়ে গেছে রাণীনগর ও পার্শ্ববর্তী আত্রাই উপজেলার মধ্যদিয়ে। এই রতনডারা খালের উপর দাঁড়িয়ে আছে সংযোগ সড়ক বিহীন একটি ব্রিজ। ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের তৈরি বাঁশের চাটার সাঁকোর উপর দিয়ে প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে প্রায় ৫০টি গ্রামের মানুষ।

জানা গেছে, উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার সংলগ্ন রতনডারা খালের উপর ৪বছর পূর্বে নির্মাণ করা হয় একটি ব্রিজ। নির্মাণের পর ব্রিজটির উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। স্থানীয়রা চলাচলের জন্য ব্রিজটিতে সংযোগ সড়ক হিসেবে বাঁশের চাটার সাঁকো বানিয়ে এর উপর দিয়ে পারাপারের কাজ চালিয়ে আসছেন। এই রাস্তা দিয়ে রাণীনগর উপজেলার চাপড়া, বহলা ও আত্রাই উপজেলার উচলী কাশিমপুর, পার-কৃষ্টপুর, ঝনঝনিয়া, কালিগ্রাম, সুবর্ণকুন্ড, তারটিয়া, মির্জাপুর, মাগুড়াপাড়া, হাতিয়াপাড়া, চাপড়া, তারাটিয়া ছোটডাঙ্গা, তারাটিয়া বড়ডাঙ্গা, কয়সাসহ প্রায় ৫০টি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। সপ্তাহে দুই দিন ভবানীপুর ও মির্জাপুর হাট বসে। এই সব গ্রামের মানুষদের হাটে চলাচল করার এটিই একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্রিজটি পারাপার হতে। মানুষসহ ছোট ছোট যানবাহন বিশেষ করে ভ্যানগাড়ি চলাচল করার সময় নিচে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনাও ঘটেছে।

 

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম বলেন, এই জনগুরুত্বপূর্ন ব্রিজটির উভয় পাশে সংযোগ রাস্তা করার জন্য একটি লিখিত আবেদন উপর মহলে পাঠিয়েছি। সেটি অনুমোদন দিয়ে অর্থ বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে। এছাড়া আমিও নিজে চেষ্টা করছি যে অন্য কোন খাত থেকে অর্থ এনে এই কাজটি করার জন্য।

বিজনেস বাংলাদেশইমরান মাসুদ