রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব সদর দফতর থেকে মঙ্গলবার সকালে এ তথ্য জানোনো হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে একজন ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক নেতা। অন্যজন জেএমবির সক্রিয় কর্মী। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, উগ্রবাদী বই ও ডলার উদ্ধার করা হয়েছে।
তবে র্যাবের পক্ষ তাদের নাম পরিচয় জানানো হয়নি। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান।


























