সাতক্ষীরার সীমান্তের শিকড়ী এলাকা থেকে ২ টি স্বর্ণের বারসহ এক পাচারকারী কে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে শিকড়ী গ্রামের সরদারবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি নুরুল ইসলাম সদর থানার বৈকারী গ্রামের মজিবুর রহমানের পুত্র।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, কালিয়ানী বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল শিকড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। সেই সময়ে সীমান্তভেঁড়ীতে যাওয়া মোটরসাইকেল আরোহী আটককৃত নুরুল ইসলামকে থামিয়ে তাকে তল্লাশি করে। তল্লাশিকালে তার প্যান্টের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ২ টি স্বর্ণের বার জব্দ করা হয় । স্ববর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে সে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। জব্দকৃত স্বর্ণের ওজন ৩শ’ ৫০ গ্রাম। যার মুল্য প্রায় ২৫ লাখ টাকা। যাহা স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটককৃত আসামীকে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ






















