সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন এ আন্দোলনের ডাক দিয়েছে।
জানা যায়, সংসদীয় নির্বাচনী এলাকা সিলেট-১ এর অন্তর্গত তেমুখী-বাদাঘাট-বাইশটিলা বাইপাস শিবেরবাজার সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শহরতলির কুমারগাঁও-তেমুখী-বাদাঘাট সড়ক সংস্কারের দাবিতে এ আন্দোলনের ডাক দিয়েছে সংগঠন গুলো । এতে একাত্মতা প্রকাশ করছেন ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে বলেও জানা যায়।























