০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

তামিম ইকবালকে জরিমানা

তামিম ইকবাল

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে।

শুক্রবার মিরপুরে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ইনিংসের দশম ওভারে দুসমন্থ চামিরার অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিস করেন তামিম। বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।
শ্রীলঙ্কার উইকেটরক্ষক এবং বোলার চামিরার হালকা আবেদনে ক্যাচ আউট দেন আম্পায়ার। অসন্তোষ প্রকাশ করে রিভিউ নেন তামিম। ব্যাট বলে লেগেছিল কিনা সেটা ভালো করে বোঝা যাচ্ছিল না, তবে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত আর বদলাননি।

তামিম অসন্তোষ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। এভাবে অসন্তোষ প্রকাশে আপত্তি আইসিসির। আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন। তামিম পরে দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

জনপ্রিয়

তামিম ইকবালকে জরিমানা

প্রকাশিত : ০৬:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে।

শুক্রবার মিরপুরে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ ইনিংসের দশম ওভারে দুসমন্থ চামিরার অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিস করেন তামিম। বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।
শ্রীলঙ্কার উইকেটরক্ষক এবং বোলার চামিরার হালকা আবেদনে ক্যাচ আউট দেন আম্পায়ার। অসন্তোষ প্রকাশ করে রিভিউ নেন তামিম। ব্যাট বলে লেগেছিল কিনা সেটা ভালো করে বোঝা যাচ্ছিল না, তবে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত আর বদলাননি।

তামিম অসন্তোষ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। এভাবে অসন্তোষ প্রকাশে আপত্তি আইসিসির। আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন। তামিম পরে দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ