করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী হওয়ায় কিছুটা মুটিয়ে গেছেন বিদ্যা সিনহা মিম। তাই নিজেকে ফিট রাখতে এখন জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি।
এবিষয়ে মিম জানান, মাঝে একটু মোটা হয়ে গিয়েছিলাম। এখন ফিট থাকার একটা টার্গেট করেছি। একটা লিন বডি (মেদহীন) বানাব, যেটা আগে হয়নি। প্রতিদিন প্রায় ২ ঘণ্টার মতো সময় ব্যয় করছি।
মিমের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। করোনার কারণে বাকি অংশের শুটিং শেষ করা সম্ভব হচ্ছে না। তবে সম্প্রতি একটি মুঠোফোন কোম্পানির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছে এই লাক্স তারকা। মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। এতে তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এছাড়াও তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত