গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি ফার্নিচার তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার কবিরুল আলম ও স্থানীয়রা জানান, সোমবার ভোর ৪টার দিকে লাকি মার্কেটের মায়ের দোয়া ফার্নিচার তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তেই মধ্যে তা কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
আগুনে কারখানার ফার্নিচার, ফার্নিচার তৈরির বোর্ড, কাঠ, মেশিনসহ মালামাল পুড়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কবিরুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।























