সাভারে যাত্রীবাহী একটি বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকার রাবেয়া ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই যুবক মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ বলেন, ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।























