রাজশাহী শহরে পথচারীদের মধ্যে করোনার র্যাপিড টেস্ট শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের নমুনা সংগ্রহ শুরুর কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর নমুনা সংগ্রহ শুরু হয়েছে।
প্রতিটি পয়েন্টে কমপক্ষে দুইশ মানুষের নমুনা সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, তালাইমারী মোড়, হরগ্রাম বাজার, লক্ষ্মীপুর ও সিএন্ডবিমোড় এই পাঁচটি পয়েন্টে রবিবার সকাল ১০টায় পথচারীদের থেকে র্যাপিট টেস্টের জন্য নমুনা সংগ্রহ শুরু হয়েছে।রাজশাহীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কমিউনিটি ট্রান্সমিশন চিহ্নিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক আব্দুল জলিল জানিয়েছেন। এই টেস্টের ফলাফলের ওপর নির্ভর করছে রাজশাহী মহানগরীতে কঠোর লকডাউন ঘোষণা করা হবে কিনা।এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কমেছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। আগের দিন শুক্রবার মৃতের সংখ্যা ছিল আটজন। আগের দিন বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ১৬ জন। যা এযাবৎ কালের মধ্যে সর্বোচ্চ।রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রবিবার মৃতদের দুইজন করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন মারা গেছেন করোনা উপসর্গে। এদিন (রবিবার) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৩৫ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩০ জন।