দিনব্যাপি চলছিলো ১৩ বছরের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন। বিকেলে খাওয়া ধাওয়া শেষ করে চলছিলো বিদায়ের প্রস্তুতি। এমন সময় খবর পায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষনিক বের হয়ে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন ওই স্কুল ছাত্রীকে। এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে। বিষয়টি শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টায় কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা নিশ্চিত করেছেন।
ইউএনও রুমানা তানজিন অন্তরা বলেন, শুক্রবার (১৮ জুন) স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি মাত্র ১৩ বছর বয়সের ৮ম শ্রেণীতে বাল্যবিবাহ অভিশাপের শিকার হতে যাচ্ছে একটি ফুটফুটে মেয়ে। বিষয়টি জানতে পেরে মেয়েটিকে রক্ষার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। প্রায় ১ কিলোমিটার পায়ে হেটে পথ পেরিয়ে মেয়েটির বাসায় হাজির হয়ে দেখতে পাই, মেয়েটির অভিভাবক বিয়ের সকল আয়োজন করেছেন। তবে আমাদের আসার সংবাদ পেয়ে বরপক্ষ কণের বাড়িতে না এসে কাছাকাছি কোথাও অবস্থান করছেন বলে জানা যায়।
তিনি আরো বলেন, দারিদ্র্যের কারণে মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মেয়ের বাবা স্বীকার করেছেন। মেয়ে ও মেয়ের অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে এবং এই অপরাধের শাস্তি সম্পর্কে জানালে তারা তাদের ভুল স্বীকার করেন। মেয়েকে ১৮ বছর পূর্ণ হবার পূর্বে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। মেয়েটির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ