১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

ময়মনসিংহের ভালুকা দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে কাভার্ডভ্যানে ধাক্কায় চালক ও তার সহকারীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২০ জুন) দিবাগত রাত ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার লবণকোঠা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক জেলার ফুলপুরের আমুরাকান্দা গ্রামের কাউসার গাজীর ছেলে শাহ আলম গাজী (৫৭), চালকের সহকারী ঝালকাঠির সদর উপজেলার কেয়ামতনগর গ্রামের আব্দুল মালেক মাঝির ছেলে রবিউল মাঝি (২৫) ও ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে রাব্বী মিয়া (২৪)।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা থেকে গো-খাদ্যবোঝাই ময়মনসিংহগামী একটি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। পরে মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করে রেখে চালক ও সহকারী চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান এসে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন।

পরে গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

 

ট্যাগ :
জনপ্রিয়

ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত : ১২:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

ময়মনসিংহের ভালুকা দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে কাভার্ডভ্যানে ধাক্কায় চালক ও তার সহকারীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২০ জুন) দিবাগত রাত ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার লবণকোঠা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক জেলার ফুলপুরের আমুরাকান্দা গ্রামের কাউসার গাজীর ছেলে শাহ আলম গাজী (৫৭), চালকের সহকারী ঝালকাঠির সদর উপজেলার কেয়ামতনগর গ্রামের আব্দুল মালেক মাঝির ছেলে রবিউল মাঝি (২৫) ও ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে রাব্বী মিয়া (২৪)।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা থেকে গো-খাদ্যবোঝাই ময়মনসিংহগামী একটি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। পরে মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করে রেখে চালক ও সহকারী চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান এসে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন।

পরে গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর