কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ফারুক (৪০) নামে একজন বাড়ির আঙিনায় গাঁজার চাষ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই গাঁজাগাছ জব্দ করেছে। তবে বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর (শরিফপুর) এলাকার সাবান কবিরাজের ছেলে ফারুক (৪০) তার বাড়ির আঙিনায় পরম যতেœ গাঁজাগাছের পরিচর্যা করে বড় করে তুলেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর সার্কেল কুমিল্লার নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে দেবপুর ফাঁড়ি ইনচার্জ মামুন ও এএসআই জহিরসহ সঙ্গীয় ফোর্স ৭ ফুট লম্বা গাঁজাগাছটি জব্দ করেন। তবে ফারুক ও তার স্ত্রী বা পরিবারের কেউ উপস্থিত না থাকায় তাদের গ্রেফতার করা যায়নি।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কুমিল্লা সদর সার্কেল। সদর সার্কেল জানায়, এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, গাঁজাগাছ জীবনে প্রথম দেখলাম। যাচাই-বাছাই করে গাঁজাগাছ হয়ে থাকলে মামলা নেওয়া হবে। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। গাছটি তুলে থানায় নিয়ে আসা হয়েছে।





















