পাবনার আটঘরিয়ায় পানিতে ডুবে ইয়ামিন(০৯) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন কুষ্টিয়াপাড়া গ্রামের প্রবাসি আলম হোসেনের ছেলে। গতকাল বুধবার বিকালে এঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১টার সময় একই গ্রামের আলমাছ আলীর পুকুরে গোসল করতে যায় ইয়ামিন। পরে সে আর বাড়ী ফিরে আসেনি। প্রায় চার ঘন্টা ধরে তাকে অনেক খোজা খুজি করে না পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিস অফিসে খবর দেওয়া হয়। এসময় তারা দ্রুত এসে ওই পুকুরে জাল ফেলে শিশু ইয়ামিনকে মৃত অবস্থা উদ্ধার করেন।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার






















