রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মো. রাসেল (২১) নামে বেঙ্গল মিটের আরেক কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
নিহত রাসেল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে। মগবাজারের বিস্ফোরণে ধসে পড়া রাখি নীড়ের নিচতলায় বেঙ্গল মিটের বিক্রয়কেন্দ্রে কাজ করতেন তিনি।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, রাসেলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।
প্রসঙ্গত, রোববার রাতে বিকট শব্দে বিস্ফোরণে মুহূর্তেই কেঁপে ওঠে ওয়্যারলেস গেট এলাকার মূল সড়ক ও তার আশপাশ। রাস্তায় বৃষ্টির মতো পড়তে থাকে কাচের টুকরা। পরে দেখা যায়, ওয়্যারলেস গেট এলাকার অন্তত সাতটি ভবনের কাচ উড়ে গেছে। কোনোটির নিচতলা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রায় বিধ্বস্ত হয়েছে তিনটি ভবন। ভয়াবহ বিস্ফোরণের ঘণ্টাখানেক পর মৃত্যুর খবর আসতে থাকে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পেয়েছে প্রথম আলো। আহত প্রায় ২০০ জন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























