০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বৌভাতের উপহারে বোমা, বরসহ নিহত ২

ভারতের উড়িষ্যা রাজ্যে বৌভাতের উপহার খুলতে গিয়ে এক নব দম্পতি বোমা বিস্ফোরণের শিকার হয়েছেন। এতে বর ও বরের দাদী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর কনে আহত হন। স্থানীয় সময় শুক্রবার রাজ্যের বোলানগির জেলায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। পুলিশ উপহার দেয়া ব্যক্তির খোঁজে অনুসন্ধান চালাচ্ছে।

পুলিশ বলছে, বিস্ফোরণের পাঁচ দিন আগে এই নবদম্পতির বিয়ে হয়। গত বুধবার বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠান হয়। এসময় কে বা কারা বিয়ের উপহারে বোমা দিয়ে যায়। বাড়িতে বিয়ের উপহার খুলতে গেলে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে বরের দাদী মারা যান। আর গুরুতর আহত হয়ে বর শহরের রুরকেলা এলাকার ইসপাত জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বোমায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কনে। তাকে বুরলার সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাথনাগরাহ সাব-ডিভিশনাল পুলিশ অফিসার সেশাদেবা বারিহা বলেন, পুলিশ বিস্ফোরণস্থল ঘুরে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে। কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সেসব পরীক্ষা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি

ট্যাগ :
জনপ্রিয়

বৌভাতের উপহারে বোমা, বরসহ নিহত ২

প্রকাশিত : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮

ভারতের উড়িষ্যা রাজ্যে বৌভাতের উপহার খুলতে গিয়ে এক নব দম্পতি বোমা বিস্ফোরণের শিকার হয়েছেন। এতে বর ও বরের দাদী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর কনে আহত হন। স্থানীয় সময় শুক্রবার রাজ্যের বোলানগির জেলায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। পুলিশ উপহার দেয়া ব্যক্তির খোঁজে অনুসন্ধান চালাচ্ছে।

পুলিশ বলছে, বিস্ফোরণের পাঁচ দিন আগে এই নবদম্পতির বিয়ে হয়। গত বুধবার বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠান হয়। এসময় কে বা কারা বিয়ের উপহারে বোমা দিয়ে যায়। বাড়িতে বিয়ের উপহার খুলতে গেলে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে বরের দাদী মারা যান। আর গুরুতর আহত হয়ে বর শহরের রুরকেলা এলাকার ইসপাত জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বোমায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কনে। তাকে বুরলার সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাথনাগরাহ সাব-ডিভিশনাল পুলিশ অফিসার সেশাদেবা বারিহা বলেন, পুলিশ বিস্ফোরণস্থল ঘুরে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে। কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সেসব পরীক্ষা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি