০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

‘জীবনে দুইটা কথা মনে রাখবা’

প্রশ্নফাঁস, গুম, গুজব, দুর্নীতি- এই সমস্যাগুলো আমাদের জীবন যাত্রায় অস্থিতিশীল করে দিয়েছিল। আর এই সমস্যাগুলোই সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছেন আশফাক নিপুণ। আর ‘মহানগর’ তারই নির্মিত। চলতি বছরের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ হিসেবে ধরা হচ্ছে এটিকে। যার প্রমংসায় মেতেছেন দুই বাংলা। শুধু প্রশংসাই নয় বরং এর দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষাও করছেন ভক্তরা।

ফোনের পর ফোনে ব্যতিব্যস্ত এই নির্মাতা। ইতোমধ্যে পেয়েছেন কলকাতার জাঁদরেল অভিনেতা প্রসেনজিৎ, অনির্বাণের ফোন। আর টুইটারের টুইট তো চলছেই। ওয়েব সিরিজটির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হইচই জানিয়েছে, ‘মহানগর’ তাদের জন্য একটি বেঞ্জমার্ক তৈরি করেছে।

যারা সিরিজটি দেখেছেন, তারা ইতোমধ্যে টের পেয়েছেন, ওসি হারুন (মোশররফ করিম) ইঙ্গিত দিয়ে দিয়েছেন সিরিজ-২-এ তুলকালাম বাঁধাতে তিনি হাজির হতে যাচ্ছেন।

তাহলে এসআই মলয় (ইমরান) কী করবেন?

তাদের যে ঠাণ্ডা যুদ্ধ শুরু হতে যাচ্ছে, সেটার আভাস মিললো নির্মাতা আশফাক নিপুণের স্ট্যাটাসে। ফেসবুকে তিনি আজ (১২ জুলাই) একটি পোস্ট দিয়েছেন। যা দেখে ‘মহানগর’ ভক্তরা উন্মুখ হয়ে আছেন আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য।

নিপুণ লিখেছেন, ওসি হারুন: শুনো মলয়, জীবনে দুইটা কথা মনে রাখবা- এক- সাপের লেজ দিয়ে কখনও কান চুলকাইতে নাই। দুই- ভুলে যদি চুলকায়াও ফেলো, তাহলে এমনভাবে চুলকাইবা যেন সাপও মরে লাঠিও না ভাঙে। (মহানগর- সিজন-২?)

বিষয়টি নিয়ে নির্মাতার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি এখরো ‘মহানগর’-এর ধুনে আছি। এটা থেকে বের হতে পারিনি। মাত্র তো তিন সপ্তাহ হলো। এই ঘোর থেকে বের না হলে সিজন-২টা ভালো হবে না। এখনো সিজন-২ নিয়ে কোনো পরিকল্পনা শুরু করিনি। নতুন কিছু, ভালো কিছু দিতে হলে আমাকে ‘মহানগর’-এর রেশ থেকে বের হতে হবে আগে। লতি বছরই এ সিরিজটির দ্বিতীয় কিস্তির কাজ শুরু হতে পারে।

উল্লেখ্য, ২৫ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় ‘মহানগর’। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, শাহেদ আলী, শ্যামল মাওলা, খাইরুল বাসার, নাসির উদ্দিন খান, নিশাত প্রিয়ম, রুকাইয়া জাহান চমক।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

‘জীবনে দুইটা কথা মনে রাখবা’

প্রকাশিত : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১

প্রশ্নফাঁস, গুম, গুজব, দুর্নীতি- এই সমস্যাগুলো আমাদের জীবন যাত্রায় অস্থিতিশীল করে দিয়েছিল। আর এই সমস্যাগুলোই সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছেন আশফাক নিপুণ। আর ‘মহানগর’ তারই নির্মিত। চলতি বছরের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজ হিসেবে ধরা হচ্ছে এটিকে। যার প্রমংসায় মেতেছেন দুই বাংলা। শুধু প্রশংসাই নয় বরং এর দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষাও করছেন ভক্তরা।

ফোনের পর ফোনে ব্যতিব্যস্ত এই নির্মাতা। ইতোমধ্যে পেয়েছেন কলকাতার জাঁদরেল অভিনেতা প্রসেনজিৎ, অনির্বাণের ফোন। আর টুইটারের টুইট তো চলছেই। ওয়েব সিরিজটির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হইচই জানিয়েছে, ‘মহানগর’ তাদের জন্য একটি বেঞ্জমার্ক তৈরি করেছে।

যারা সিরিজটি দেখেছেন, তারা ইতোমধ্যে টের পেয়েছেন, ওসি হারুন (মোশররফ করিম) ইঙ্গিত দিয়ে দিয়েছেন সিরিজ-২-এ তুলকালাম বাঁধাতে তিনি হাজির হতে যাচ্ছেন।

তাহলে এসআই মলয় (ইমরান) কী করবেন?

তাদের যে ঠাণ্ডা যুদ্ধ শুরু হতে যাচ্ছে, সেটার আভাস মিললো নির্মাতা আশফাক নিপুণের স্ট্যাটাসে। ফেসবুকে তিনি আজ (১২ জুলাই) একটি পোস্ট দিয়েছেন। যা দেখে ‘মহানগর’ ভক্তরা উন্মুখ হয়ে আছেন আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য।

নিপুণ লিখেছেন, ওসি হারুন: শুনো মলয়, জীবনে দুইটা কথা মনে রাখবা- এক- সাপের লেজ দিয়ে কখনও কান চুলকাইতে নাই। দুই- ভুলে যদি চুলকায়াও ফেলো, তাহলে এমনভাবে চুলকাইবা যেন সাপও মরে লাঠিও না ভাঙে। (মহানগর- সিজন-২?)

বিষয়টি নিয়ে নির্মাতার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি এখরো ‘মহানগর’-এর ধুনে আছি। এটা থেকে বের হতে পারিনি। মাত্র তো তিন সপ্তাহ হলো। এই ঘোর থেকে বের না হলে সিজন-২টা ভালো হবে না। এখনো সিজন-২ নিয়ে কোনো পরিকল্পনা শুরু করিনি। নতুন কিছু, ভালো কিছু দিতে হলে আমাকে ‘মহানগর’-এর রেশ থেকে বের হতে হবে আগে। লতি বছরই এ সিরিজটির দ্বিতীয় কিস্তির কাজ শুরু হতে পারে।

উল্লেখ্য, ২৫ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় ‘মহানগর’। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, শাহেদ আলী, শ্যামল মাওলা, খাইরুল বাসার, নাসির উদ্দিন খান, নিশাত প্রিয়ম, রুকাইয়া জাহান চমক।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত