১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। করোনার কারণে এবার চার মাস পর আজ রবিবার এই ফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন।

কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে 41 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

করোনার প্রকোপ কমে আসায় চলতি বছরের ১৯ মার্চ দেশের ৮ বিভাগীয় শহরে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

প্রকাশিত : ০৩:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। করোনার কারণে এবার চার মাস পর আজ রবিবার এই ফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন।

কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে 41 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

করোনার প্রকোপ কমে আসায় চলতি বছরের ১৯ মার্চ দেশের ৮ বিভাগীয় শহরে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর