০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

পিএসজি মেসিকে স্বাগত জানাতে পুরো আইফেল টাওয়ার ভাড়া নিল!

মেসিকে স্বাগত জানাতে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছে পিএসজি! চার বছর আগে ২০১৭ সালে বার্সা থেকে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে নেইমার জুনিয়রকে কেনার পর তাকে স্বাগত জানাতে ৩ লাখ ইউরো খরচ করে আইফেল টাওয়ার ভাড়া করেছিল ফরাসি জায়ান্টরা।

ইএসপিএন এর সাংবাদিক দিয়েগো মোনরোইগের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনটাই জানিয়েছে। তার দেওয়া তথ্যমতে, আগামী ১০ আগস্টের জন্য পুরো আইফেল টাওয়ার রিজার্ভ করে রেখেছে পিএসজি। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, বিশ্বসেরা ফুটবলারের আগমন উপলক্ষেই প্যারিসের ক্লাবটি প্রস্তুতি নিচ্ছে।

নেইমারের জন্য বিখ্যাত আইফেল টাওয়ার পুরোটা আলোকসজ্জায় সাজানো হয়েছিল। ফ্রান্সের গর্ব এই টাওয়ারের গায়ে সাঁটানো হয় স্বাগত সম্ভাষণ। এবার মেসির জন্যও এমন কিছুর আয়োজন করতে চলেছে পিএসজি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

পিএসজি মেসিকে স্বাগত জানাতে পুরো আইফেল টাওয়ার ভাড়া নিল!

প্রকাশিত : ০৩:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

মেসিকে স্বাগত জানাতে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছে পিএসজি! চার বছর আগে ২০১৭ সালে বার্সা থেকে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে নেইমার জুনিয়রকে কেনার পর তাকে স্বাগত জানাতে ৩ লাখ ইউরো খরচ করে আইফেল টাওয়ার ভাড়া করেছিল ফরাসি জায়ান্টরা।

ইএসপিএন এর সাংবাদিক দিয়েগো মোনরোইগের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনটাই জানিয়েছে। তার দেওয়া তথ্যমতে, আগামী ১০ আগস্টের জন্য পুরো আইফেল টাওয়ার রিজার্ভ করে রেখেছে পিএসজি। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, বিশ্বসেরা ফুটবলারের আগমন উপলক্ষেই প্যারিসের ক্লাবটি প্রস্তুতি নিচ্ছে।

নেইমারের জন্য বিখ্যাত আইফেল টাওয়ার পুরোটা আলোকসজ্জায় সাজানো হয়েছিল। ফ্রান্সের গর্ব এই টাওয়ারের গায়ে সাঁটানো হয় স্বাগত সম্ভাষণ। এবার মেসির জন্যও এমন কিছুর আয়োজন করতে চলেছে পিএসজি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার