“জাতিসত্তার উন্মোচনের মধ্য দিয়ে জাতি শক্তিশালী হয়৷ শুধুমাত্র বিনোদনের জন্যই যে নাটক বা সঙ্গীত তা নয়। এটা মানুষকে উজ্জীবিত করে, একটা রসায়ন তৈরি করে৷ এই কথাগুলো সেলিম এসে আমাদের আবার মনে করিয়ে দেয়।”
বিশিষ্ট নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের ৭৩ তম জন্মবার্ষিকীতে স্মৃতিচারণকালে কথাগুলো বলেন তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত র্যালি শেষে সেলিম আল দীনের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে অধ্যাপক ড. হারুন অর রশীদের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মরণসভার আয়োজন করা হয়৷ এতে বক্তব্য রাখেন সেলিম আল দীনের দীর্ঘদিনের সহকর্মী নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ৷
তিনি বলেন, “সেলিম আমাদের নিজেদের চিনিয়েছেন, আত্ম অনুসন্ধান করার জন্য বলেছেন। যেভাবে পশ্চিম আমাদের অনুসন্ধান করা শিখিয়েছে সেভাবে নয়, যেভাবে লালন মানুষকে দেখেছেন; রবীন্দ্রনাথ মানুষকে দেখেছেন; সেভাবেই সেলিম মানুষকে দেখার চেষ্টা করতেন।”
“অত্যন্ত অনুসন্ধানী মন নিয়ে এবং মেধাবী কলম নিয়ে তাঁর জন্ম। এ জায়গায় সেলিম উপনিবেশের বিরুদ্ধে দাঁড়ায়, আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ায়। এভাবে জাতিসত্তার উন্মোচনের মধ্য দিয়ে জাতি শক্তিশালী হয় ৷”
“সেলিম বেঁচে থাকলে, দীর্ঘ সময় তাকে সাথে পেলে নানা পরিবর্তন ঘটে যেত দেশে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে। সেলিম উত্তরকালে তরুণরা আজকে নাটক, সঙ্গীত ও অন্যান্য শিল্পকলায় জড়িত হয়ে পড়েছে।
এ উত্তরাধিকার সেলিম আল দীনের উত্তরাধিকার।ঢাকায় ও দেশের বিভিন্ন মঞ্চে এরা কাজ করছেন।বিশ্ববিদ্যালয় এবং গ্রাম থিয়েটার মিলে একটা নতুন রকম উত্থান ঘটবে সেলিমের।”
এছাড়া তালুকদার থিয়েটার, সেলিম আল দীন বিদ্যাপীঠ, ছাত্র শিক্ষক কেন্দ্র, স্বপ্নদল, এস এম সুলতান গবেষণা কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ, গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার,ভোর হলো, দেশ বাংলা থিয়েটার, বাংলাদেশ পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে।
নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। দুপুর ১২ টায় বারীণ ঘোষে ক্যামেরায় ছবির গল্প- সেলিম আল দীন।
দুপুর ৩ টায় সেলিম আল দীনের বিশ্ববিক্ষা- অধ্যাপক আফসার আহমেদ; বিকাল ৪ টায় ড. ফাহমিদা আক্তারের সঞ্চালনায় চলচ্চিত্রে সেলিম আল দীন। তোমাকে শোনাবো বলে; সেলিম আল দীন নিবেদিত সঙ্গীত – ইউসুফ সাকী ব্যানার্জি বিকাল ৫ টায়।
এর বাইরে ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, স্বপ্নদল দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ৷


























