দুর্দান্ত সময় পার করছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার রাতে বড় জয় পেয়েছে তারা। প্রতিপক্ষ ব্রেস্টকে ৪-২ গোলে হারিয়েছে প্যারিস জায়ান্টরা।
ব্রেস্টের মাঠে মেসি-নেইমার-রামোসদের ছাড়াই একাদশ সাজায় পিএসজি। ম্যাচের ২৩তম মিনিটেই আন্ডার হেরেরার গোলে এগিয়ে যায় প্যারিসের দলটি। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির আগে ব্রেস্টের হয়ে গোল করে ব্যবধান কমান ফ্র্যাঙ্ক হনোরেট। বিরতির পর ম্যাচের ৭৩তম মিনিটে গোল করে ৩-১ তে পিএসজিকে এগিয়ে দেন ইদ্রিসা গানা গুইয়ে। তবে ৮৫তম মিনিটে একটি গোল হজম করে পিএসজি। ম্যাচের যোগ করা সময়ে আশ্রাফ হাকিমির পাস থেকে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
এবারের মৌসুমে এটি পিএসজির টানা তৃতীয় জয়। তিন ম্যাচে ৯ পয়েন্ট তাদের।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























