প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার সারাদেশের ৭৫টি স্থানে প্রায় ৫ হাজার অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান এবং ৭৫টি স্থানে বৃক্ষরোপন করেছে র্যাব। র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার জামেয়া আরাবিয়া বায়তুস সালাম মাদ্রাসায় প্রায় ৫০০ জন অসহায় ও এতিম শিশুদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। বিকেলে তিনি র্যাব ফোর্সেস সদর দপ্তরে বৃক্ষরোপন করেন। দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতিসংঘের এসডিএসএন কর্তৃক ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান র্যাব মহাপরিচালক।
দিনটি উপলক্ষ্যে সারাদেশব্যাপী ব্যাটালিয়ন ও কোম্পানী পর্যায়ে প্রায় দেড় হাজার বৃক্ষরোপন করেছে বাহিনীটি। পাশাপাশি, সারাদেশব্যাপী প্রায় ৫ হাজার অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে করোনা ভাইরাসের টীকা প্রদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে র্যাব ফোর্সেস সদর দপ্তরে অবস্থিত র্যাবের সেন্ট্রাল ক্লিনিকে বিশেষ টীকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত কার্যক্রমে প্রায় দেড় হাজার টিকা প্রার্থীকে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। এছাড়া মঙ্গলবার বাদ যোহর র্যাব ফোর্সেস সদর দপ্তর জামে মসজিদসহ সারাদেশব্যাপী র্যাবের সকল ব্যাটালিয়ন ও কোম্পানীসমূহের মসজিদে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও ১৫ই আগস্টে তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন র্যাব সদস্যরা।
০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা র্যাবের
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১০:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- 45
ট্যাগ :
জনপ্রিয়


























