‘ড্রাইভার’ নিয়ে নতুন মিশনে নেমেছেন খ্যাতিমান নির্মাতা ইফতেখার চৌধুরী। “ড্রাইভার” শিরোনামের একটি ওয়েব ফিচার কন্টেন্ট পরিচালনা করবেন তিনি। ফেজবুব ক্ষুদে বার্তায় তিনি লিখেছেন, আমার সকল প্রিয় সাংবাদিক ভাই ও বোনদের জন্য, আমি (ইফতেখার চৌধুরী) “ড্রাইভার” শিরোনামের একটি ওয়েব ফিচার কন্টেন্ট পরিচালনা করব যেখানে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, মাহিয়া মাহি, আমান রেজা এবং বহুমুখী প্রতিভাবান আবদুন নূর সজল অভিনয় করবেন। ওয়েব ফিচারটি বায়োস্কোপে দেখানো হবে। আগামী ২ নভেম্বর থেকে মানিকগঞ্জে সিনেমাটির চিত্রায়ন শুরু হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার চৌধুরী।
ইফতেখার চৌধুরী খোঁজ-দ্য সার্চ চলচ্চিত্রে একজন পরিচালক হিসাবে তার অভিষেক হয়। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১০ সালে, এবং ঢালিউডে নতুন প্রযুক্তির পরিচয় করেন। তার পরিচালিত অন্য ছবিগুলো হল-
দেহরক্ষী (২০১৩), রাজত্ব, অগ্নি, অ্যাকশন জেসমিন, ওয়ান ওয়ে ও বিজলী। মুক্তির অপেক্ষায় রয়েছে “মুক্তি”। মুক্তির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজ রিপা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























