০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

‘এখনই সময় বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ার ‘

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) লন্ডনের ওয়েস্টমিনস্টারের স্পিকার্স হাউস স্টেট রুমে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।

‘বাংলাদেশ অ্যাট ৫০ : দ্য রিজিলেন্ট ডেল্টা’ শীর্ষক ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘প্রকৃতপক্ষে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গড়ে তোলার এটাই সময়। আমাদের অংশীদারত্বটা দেখার ক্ষেত্রে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো প্রয়োজন।’

প্রধানমন্ত্রী নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে রোহিঙ্গা শরণার্থীদের তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান। তিনি বলেন, ‘এ সমস্যা সমাধানে যুক্তরাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

এর আগে পার্লামেন্ট সদস্য রুশনারা আলী, হাউস অব লর্ডসের সদস্য লর্ড জিতেশ গাধিয়া ওয়েস্টমিনস্টারে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা

‘এখনই সময় বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ার ‘

প্রকাশিত : ০৩:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) লন্ডনের ওয়েস্টমিনস্টারের স্পিকার্স হাউস স্টেট রুমে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।

‘বাংলাদেশ অ্যাট ৫০ : দ্য রিজিলেন্ট ডেল্টা’ শীর্ষক ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘প্রকৃতপক্ষে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গড়ে তোলার এটাই সময়। আমাদের অংশীদারত্বটা দেখার ক্ষেত্রে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো প্রয়োজন।’

প্রধানমন্ত্রী নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে রোহিঙ্গা শরণার্থীদের তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানান। তিনি বলেন, ‘এ সমস্যা সমাধানে যুক্তরাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

এর আগে পার্লামেন্ট সদস্য রুশনারা আলী, হাউস অব লর্ডসের সদস্য লর্ড জিতেশ গাধিয়া ওয়েস্টমিনস্টারে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার