কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকায় শপিং ব্যাগের ভেতর থেকে ৮ হাজার ইয়াবাসহ মো. আসলাম (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। সোমবার বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে উখিয়া বালুখালী ১২নম্বর ক্যাম্পের ব্লক-সি/২বাসিন্দা মৃত সুলতান আহমেদের ছেলে। কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করে র্যাবের একটি আভিযানিক দল। পরে তার শরীর তল্লাশি করে ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার






















