ময়মনসিংহের আন্তঃজেলা ডাকাত ও প্রফেশনাল কিলার হিসেবে পরিচিত রায়হানকে গ্রেপ্তার করেছে গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ।
বুধবার মধ্যেরাতে পাগলা থানার ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান পাগলা থানার বেলদিয়া গ্রামের আ. রশিদের ছেলে।
বিষয়টি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান।
তিনি বলেন, গ্রেপ্তার রায়হান একজন পেশাদার খুনি। সে টাকার বিনিময়ে মানুষ হত্যা করে। পাগলা থানা এলাকার আলোচিত ইলিয়াস হত্যাসহ সাতটি হত্যা মামলার আসামি রায়হান। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল।
তিনি আরও বলেন, রায়হান বাড়িতে আসার খবরটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ময়মনসিংহের মূখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















