০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শিশু সাহিত্যিক ও সাংবাদিক আপন অপু’র জন্মদিন

  • মাসুদ রানাঃ
  • প্রকাশিত : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • 71

শিশু সাহিত্যিক ও সাংবাদিক আপন অপু’র জন্মদিন পালিত হয়েছে। তিনি ০৬ ডিসেম্বর লক্ষিপুরে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশের অনেক কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক-কলামিস্ট সহ জ্ঞানী-গুনিজন তাকে শুভেচ্ছা জানান।

এর আগে বাংলাদেশ প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) এর এক বিবৃতিতে জানা যায় মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘টিন ও ইয়ুথ প্ল্যাটফর্ম পরিয়র এর প্রতিষ্ঠাতা আপন অপু একজন দুঃখ সংগঠই নন, তিনি একজন ভালো শিশু সাহিত্যিকও। আমি তার আম কুড়ানোর বইটি পড়েছি। ছোটদের জন্য অনেক সুন্দর লেখেন তিনি।

এ ছাড়াও, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুহা মীযানুর রহমান -আপন অপুর জন্মদিন উপলক্ষে একটি ফেসবুক পোস্টে শুভেচ্ছা বার্তায় জানান, “আজকের এই দিন, তোমার জন্মদিন। তোমার জীবনের গল্প লিখে রাখো নিজের হাতে। একটু হাসি একটু কান্না থাকবে যে তাতে। একটু শুধু মাথায় রেখো কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে।”

আপন অপু এই সময়ের অত্যন্ত মেধাবী তরুণ শিশুসাহিত্যিক, সাংবাদিক ও নির্মাতা। আপন অপু ছোটদের জন্য লিখেই বেশি আনন্দ পান। লেখালেখি তার ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তার প্রতিটি লেখাতেই ছোটদের জন্য সুন্দর একটি বার্তা থাকে, ইতিবাচক দিক থাকে। ছোটদের নিয়ে সুন্দর একটি আগামীর স্বপ্ন তার। লেখক হিসেবে যথেষ্ট সম্ভাবনাময় আপন অপুর সৃষ্টিশীল সত্তা। প্রকাশিত বইগুলো তার সৃজনশীলতার অন্যতম উদাহরণ।
তার প্রথম বই ‘আম কুড়ানোর দিন’ প্রকাশিত হয় ২০১৬ সালে। শিশুতোষ গল্পের এই বইটি প্রকাশের পরই পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয় শিশুতোষ গল্পগ্রন্থ ‘পরী এলো রাজার দেশে’, ‘ময়না পাখি ছড়া বলে’, ‘সাগরে গেল মিউ ব্যাঙ’, ‘ফুটলো হাসি সবার মুখে’। ২০২০ বইমেলায় প্রকাশিত হয় তার কিশোর উপযোগী গোয়েন্দা উপন্যাস ‘গোয়েন্দা টোটনদা’।

আপন অপু লেখালেখির পাশাপাশি একজন সংস্কৃতিকর্মী, সৃজনশীল নির্মাতা, সাংবাদিক ও দক্ষ সংগঠক। নির্মাতা হিসেবেও সুনাম অর্জন করেছেন। নাটকের গল্প রচনার পাশাপাশি ডকুমেন্টারির চিত্রনাট্য করেছেন, মিউিজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। দেশের প্রতিষ্ঠিত একটি গণমাধ্যমের সহ-সম্পাদক হিসেবে কর্মরত আপন অপু একাধিক গণমাধ্যামে কাজের অভিজ্ঞতা রয়েছে।

আপন অপু টিন ও ইয়ুথ প্ল্যাটফর্ম ‘পরিচয়’ এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। এই প্ল্যাটফর্মের দেশের শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কাজ করছে। সব মিলিয়ে এই তরুণ বয়সেই নানাবিধ সৃষ্টিশীল কাজের অভিজ্ঞতায় নিজে যেমন ঋদ্ধ হয়েছেন, তেমনি মিডিয়া ও সংস্কৃতি অঙ্গনে নিরলসভাবে ভূমিকা রেখে চলেছেন।

আপন অপু রচিত গানগুলোর মধ্যে রয়েছে ‘লাল সবুজের বাংলাদেশ’-শিল্পী পুষ্পিতা ও মাহিন, ‘দিল ডুবে’-শিল্পী বর্ষা মাহমুদ, ‘বিশ্বপ্রেমিক’-শিল্পী সানি, ‘লিগ্যাল এইড’ যুগলশিল্পী খন্দকার বাপ্পি ও ডেইজি সারওয়ার (সরকারিভাবে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক প্রকাশিত), ‘তোর প্রেমে ভাসি ডুবি’ -শিল্পী স্বর্ণালী চক্রবর্তী, ‘সোনাপাখি’ -শিল্পী বনি আমিন। আপন অপুর রচনা ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘ছুটির দিনে’, ‘একটি পতাকার গল্প’, ‘দ্য ব্রোকেন ড্রিম’ ও ‘চর্মকার’।

আপন অপুর জম্মদিন উপলক্ষে দৈনিক আমার সময় অফিসের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সর্বপরি জম্মদিনে শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা জম্মদিনে ক্ষুদে বার্তা নিয়ে উইশ করেছেন তাদের ধন্যবাদ দিয়ে দেশবাসীর কাছে ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন এই শিশু সাহিত্যিক ও সাংবাদিক আপন অপু।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

শিশু সাহিত্যিক ও সাংবাদিক আপন অপু’র জন্মদিন

প্রকাশিত : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

শিশু সাহিত্যিক ও সাংবাদিক আপন অপু’র জন্মদিন পালিত হয়েছে। তিনি ০৬ ডিসেম্বর লক্ষিপুরে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশের অনেক কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক-কলামিস্ট সহ জ্ঞানী-গুনিজন তাকে শুভেচ্ছা জানান।

এর আগে বাংলাদেশ প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) এর এক বিবৃতিতে জানা যায় মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘টিন ও ইয়ুথ প্ল্যাটফর্ম পরিয়র এর প্রতিষ্ঠাতা আপন অপু একজন দুঃখ সংগঠই নন, তিনি একজন ভালো শিশু সাহিত্যিকও। আমি তার আম কুড়ানোর বইটি পড়েছি। ছোটদের জন্য অনেক সুন্দর লেখেন তিনি।

এ ছাড়াও, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুহা মীযানুর রহমান -আপন অপুর জন্মদিন উপলক্ষে একটি ফেসবুক পোস্টে শুভেচ্ছা বার্তায় জানান, “আজকের এই দিন, তোমার জন্মদিন। তোমার জীবনের গল্প লিখে রাখো নিজের হাতে। একটু হাসি একটু কান্না থাকবে যে তাতে। একটু শুধু মাথায় রেখো কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে।”

আপন অপু এই সময়ের অত্যন্ত মেধাবী তরুণ শিশুসাহিত্যিক, সাংবাদিক ও নির্মাতা। আপন অপু ছোটদের জন্য লিখেই বেশি আনন্দ পান। লেখালেখি তার ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তার প্রতিটি লেখাতেই ছোটদের জন্য সুন্দর একটি বার্তা থাকে, ইতিবাচক দিক থাকে। ছোটদের নিয়ে সুন্দর একটি আগামীর স্বপ্ন তার। লেখক হিসেবে যথেষ্ট সম্ভাবনাময় আপন অপুর সৃষ্টিশীল সত্তা। প্রকাশিত বইগুলো তার সৃজনশীলতার অন্যতম উদাহরণ।
তার প্রথম বই ‘আম কুড়ানোর দিন’ প্রকাশিত হয় ২০১৬ সালে। শিশুতোষ গল্পের এই বইটি প্রকাশের পরই পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয় শিশুতোষ গল্পগ্রন্থ ‘পরী এলো রাজার দেশে’, ‘ময়না পাখি ছড়া বলে’, ‘সাগরে গেল মিউ ব্যাঙ’, ‘ফুটলো হাসি সবার মুখে’। ২০২০ বইমেলায় প্রকাশিত হয় তার কিশোর উপযোগী গোয়েন্দা উপন্যাস ‘গোয়েন্দা টোটনদা’।

আপন অপু লেখালেখির পাশাপাশি একজন সংস্কৃতিকর্মী, সৃজনশীল নির্মাতা, সাংবাদিক ও দক্ষ সংগঠক। নির্মাতা হিসেবেও সুনাম অর্জন করেছেন। নাটকের গল্প রচনার পাশাপাশি ডকুমেন্টারির চিত্রনাট্য করেছেন, মিউিজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। দেশের প্রতিষ্ঠিত একটি গণমাধ্যমের সহ-সম্পাদক হিসেবে কর্মরত আপন অপু একাধিক গণমাধ্যামে কাজের অভিজ্ঞতা রয়েছে।

আপন অপু টিন ও ইয়ুথ প্ল্যাটফর্ম ‘পরিচয়’ এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। এই প্ল্যাটফর্মের দেশের শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কাজ করছে। সব মিলিয়ে এই তরুণ বয়সেই নানাবিধ সৃষ্টিশীল কাজের অভিজ্ঞতায় নিজে যেমন ঋদ্ধ হয়েছেন, তেমনি মিডিয়া ও সংস্কৃতি অঙ্গনে নিরলসভাবে ভূমিকা রেখে চলেছেন।

আপন অপু রচিত গানগুলোর মধ্যে রয়েছে ‘লাল সবুজের বাংলাদেশ’-শিল্পী পুষ্পিতা ও মাহিন, ‘দিল ডুবে’-শিল্পী বর্ষা মাহমুদ, ‘বিশ্বপ্রেমিক’-শিল্পী সানি, ‘লিগ্যাল এইড’ যুগলশিল্পী খন্দকার বাপ্পি ও ডেইজি সারওয়ার (সরকারিভাবে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক প্রকাশিত), ‘তোর প্রেমে ভাসি ডুবি’ -শিল্পী স্বর্ণালী চক্রবর্তী, ‘সোনাপাখি’ -শিল্পী বনি আমিন। আপন অপুর রচনা ও পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘ছুটির দিনে’, ‘একটি পতাকার গল্প’, ‘দ্য ব্রোকেন ড্রিম’ ও ‘চর্মকার’।

আপন অপুর জম্মদিন উপলক্ষে দৈনিক আমার সময় অফিসের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সর্বপরি জম্মদিনে শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা জম্মদিনে ক্ষুদে বার্তা নিয়ে উইশ করেছেন তাদের ধন্যবাদ দিয়ে দেশবাসীর কাছে ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন এই শিশু সাহিত্যিক ও সাংবাদিক আপন অপু।

বিজনেস বাংলাদেশ/বিএইচ