শহরের গুরুত্বপূর্ণ স্থানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ডকুমেন্ট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে নতুন সড়ক ও পরিবহন আইন ২০১৮ সালের আইনে প্রায়ই ৯৫টি মোটরসাইকেলে মামলা দেয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে ।
অভিযানে ডিবি, থানা ও ট্রাফিক পুলিশ সম্মিলিত ভাবে অংশগ্রহণ করে । ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।
সকলকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ও যাবতীয় কাগজপত্রাদি সাথে রেখে মোটরসাইকেল চালানোর জন্য জেলা পুলিশ, ফেনীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে সকল মোটরসাইকেল চালকদের অনুরোধ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবেন না।
একটা দুর্ঘটনা আপনার ও আপনার পরিবারের জন্য হতে পারে মারাত্মক ক্ষতি। হেলমেট ব্যাতীত মোটরসাইকেল চালিয়ে নিজের জীবনকে ঝুকির মধ্যে ফেলবেন না। যে কোন সময় হতে পারে মারাত্মক দুর্ঘটনা।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















