০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

হঠাৎ মিরপুরে ডিএনসিসি মেয়র

মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে খোঁজ নিতে কাউকে না জানিয়ে হঠাৎ মিরপুর এলাকায় উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৫ জানুয়ারি) সকালের দিকে তিনি মিরপুর ১ নম্বর শাহ আলীবাগ এলাকায় আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের বিষয়ে ওই সময় সংশ্লিষ্ট কেউ অবগত ছিলেন না। গাড়ি থেকে নেমে তিনি ওই এলাকাসহ আশপাশ ঘুরে দেখেন। এ সময় বর্জ্যসহ ফুটপাত দখল এবং বিভিন্ন মালামাল রাখায় নির্মাণাধীন বাড়ি ও দোকানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

গাড়ি থেকে নেমে প্রথমেই ফুটপাত দখল করে রাখার বিষয়টি নজরে আসে মেয়রের। তিনি দেখেন, একটি নির্মাণাধীন বাড়ির সামনে ফুটপাত দখল করে ইট ও বালু রাখা হয়েছে। পাশাপাশি রাস্তা দখল করেও বালু রাখা হয়েছে। এমন দৃশ্য দেখে তাৎক্ষণিক পরিচ্ছন্নতা পরিদর্শকে ফোন করতে বলেন। মুহূর্তেই হাজির হন পরিচ্ছন্নতা পরির্দশক। এর পরপরই ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর।

নির্মাণাধীন ওই বাড়ির মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রয়োজনে সব মালামাল সিজ করার কথাও বলেন মেয়র আতিকুল ইসলাম।

সামনের দিকে হেঁটে যাওয়ার সময় একটি দোকানের সামনে ফুটপাতের জায়গা দখল করে মালামাল রাখা দেখতে পান মেয়র। ওই দোকান মালিককে তখন মেয়র বলেন, এগুলো সরান, এক্ষুণি সরান। ফুটপাত পথচারীদের হাঁটার জন্য, দোকানের মালামাল রাখার জন্য নয়। তাৎক্ষণিক এগুলো না সরালে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাশেই আরেকটি চায়ের দোকানের ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখে ওই চায়ের দোকানিকে প্রশ্ন করেন আপনার দোকানের ময়লা ফেলার ঝুড়ি কোথায়? আপানি রাস্তায় ময়লা ফেলেছেন কেন? আজ থেকে যদি ঠিক না করেন, তাহলে কিন্তু আর এখানে আপনার দোকান থাকবে না। তাৎক্ষণিক ওই দোকানি দোকান থেকে বের হয়ে রাস্তায় ফেলা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নোবেল পুরস্কার ঘোষণার পর তা বাতিল, হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয়

হঠাৎ মিরপুরে ডিএনসিসি মেয়র

প্রকাশিত : ০২:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে খোঁজ নিতে কাউকে না জানিয়ে হঠাৎ মিরপুর এলাকায় উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৫ জানুয়ারি) সকালের দিকে তিনি মিরপুর ১ নম্বর শাহ আলীবাগ এলাকায় আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের বিষয়ে ওই সময় সংশ্লিষ্ট কেউ অবগত ছিলেন না। গাড়ি থেকে নেমে তিনি ওই এলাকাসহ আশপাশ ঘুরে দেখেন। এ সময় বর্জ্যসহ ফুটপাত দখল এবং বিভিন্ন মালামাল রাখায় নির্মাণাধীন বাড়ি ও দোকানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

গাড়ি থেকে নেমে প্রথমেই ফুটপাত দখল করে রাখার বিষয়টি নজরে আসে মেয়রের। তিনি দেখেন, একটি নির্মাণাধীন বাড়ির সামনে ফুটপাত দখল করে ইট ও বালু রাখা হয়েছে। পাশাপাশি রাস্তা দখল করেও বালু রাখা হয়েছে। এমন দৃশ্য দেখে তাৎক্ষণিক পরিচ্ছন্নতা পরিদর্শকে ফোন করতে বলেন। মুহূর্তেই হাজির হন পরিচ্ছন্নতা পরির্দশক। এর পরপরই ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর।

নির্মাণাধীন ওই বাড়ির মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রয়োজনে সব মালামাল সিজ করার কথাও বলেন মেয়র আতিকুল ইসলাম।

সামনের দিকে হেঁটে যাওয়ার সময় একটি দোকানের সামনে ফুটপাতের জায়গা দখল করে মালামাল রাখা দেখতে পান মেয়র। ওই দোকান মালিককে তখন মেয়র বলেন, এগুলো সরান, এক্ষুণি সরান। ফুটপাত পথচারীদের হাঁটার জন্য, দোকানের মালামাল রাখার জন্য নয়। তাৎক্ষণিক এগুলো না সরালে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাশেই আরেকটি চায়ের দোকানের ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখে ওই চায়ের দোকানিকে প্রশ্ন করেন আপনার দোকানের ময়লা ফেলার ঝুড়ি কোথায়? আপানি রাস্তায় ময়লা ফেলেছেন কেন? আজ থেকে যদি ঠিক না করেন, তাহলে কিন্তু আর এখানে আপনার দোকান থাকবে না। তাৎক্ষণিক ওই দোকানি দোকান থেকে বের হয়ে রাস্তায় ফেলা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর