সাতকানিয়ায় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে- “শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ”,লেখার প্রতিবাদে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিষ বরণ দেব সহ অন্যান্য সহযোগীদের দেশদ্রোহী ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য শাস্তির আওতায় এনে অনতিবিলম্বে অপসারণের দাবিতে ইউএনও বরাবর মানববন্ধন ও স্মারকলিপি প্রধান করেছেন স্বৈরাচারী বিরোধী ছাত্র জনতা সংগ্রাম পরিষদ।
১১ জানুয়ারী রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এর আগে গতকাল উপজেলা প্রশাসন থেকে জানানো হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ অনুষ্ঠানের ব্যানারে উপজেলা প্রশাসনের নাম থাকলেও সেটা উপজেলা প্রশাসন বানায় নি। ব্যানারসহ সার্বিক অনুষ্ঠান আয়োজনে ছিলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ব্যানারের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা প্রশাসনকে কোন কিছু জানায়নি ,ব্যানারের কোন নমুনাও দেখায়নি। এছাড়া সকাল থেকে মূখ্য সচিব সাতকানিয়া থাকায় সকাল থেকে রাত অবধি ইউএনও এসিল্যান্ড প্রটোকলে ছিলো। এই অনুষ্ঠানে প্রশাসনের কেউ যায়নি। ইতিমধ্যে অন্য একটি বির্তকিত কার্যকলাপের জন্য দুইদিন আগে উপজেলা প্রশাসন থেকে একাডেমিক সুপারভাইজার কে শোকজ দেওয়া হয়েছে।এই বিষয়েও উর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।এই ঘটনার সাথে উপজেলা প্রশাসনের কোন সম্পৃক্ততা নেই। উপজেলা প্রশাসনকে জড়িয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সকলকে অনুরোধ জানান উপজেলা প্রশাসন।
এ বিষয়ে একাডেমিক সুপারভাইজার আশিষ বরণ দেব এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে অফিসে পাওয়া যায়নি, মোবাইল ফোনের সংযোগ পেলেও ফোন রিসিভ করেননি তিনি।
ডিএস./



















