সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল- আমিনকে হত্যাকান্ডে ২ পালতক আসামিসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন।
রায়ে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদন্ড- অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন বিচারক।
দন্ডিত আসামিরা হলেন, ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ছনুয়া গ্রামের রফিক আলীর ছেলে আক্কাস মিয়া, মৌজরাই গ্রামের আরজক আলীর ছেলে আজিজুল ইসলাম, লক্ষণসোম গ্রামের আব্দুল হাসিমের ছেলে সাইদুল হক।
যার মধ্যে আক্কাছ মিয়া ও আজিজুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার এজাহারে জানা যায়, ২০১৬সালের ১৬ অক্টোবর জাউয়াবাজার ডিগ্রি কলেজের ২ বর্ষের অধ্যয়রত শিক্ষার্থী আল আমিনের সাথে কথা কাটাকাটি হয় দন্ড প্রাপ্ত আসামিদের।
পরে স্থানীয় একজন ব্যক্তি বিষয়টি পরদিন মিমাংসা করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও পরদিন ছাতক উপজেলার বড়কাপন এলাকায় টেম্পু স্ট্যন্ডের সামনে ধারালো অস্ত্র দিয়ে আল- আমিন ও তার সহপাঠিদের মারধর করে এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কলেজ শিক্ষাথী আল আমিনকে হত্যা করে দন্ডপ্রাপ্ত আসামিরা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আসামি আক্কাস মিয়া ও আজিজুল ইসলাম।
মামলার রায়ে বিষয়ে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বলেন,
কলেজ শিক্ষার্থী আল- আমিন হত্যায় বিজ্ঞ বিচারক তিনজনকে প্যানেল কোড ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড- অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। এখানে তিনজন আসামির মধ্যে দুইজন পলাতক রয়েছেন বিজ্ঞ আদালত তাদের দ্রুত গ্রেফতার করে সাজা নিশ্চিতের জন্য নির্দেশনা দিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















