০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ফেনীর ছাগলনাইয়ায় চুরি হওয়া গরু উদ্ধার করেছে পুলিশ

ফেনীর ছাগলনাইয়ায় দক্ষিণ যশপুর গ্রামের এহচান শুভ নামে এক গরুচোরকে সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে চোর শনাক্ত করে ফেসবুকে পোস্ট করে চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা এবং চুরি হওয়া গাভী গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ছাগলনাইয়ার উত্তর সতর গ্রামের আবদুর রহমান এর পালিত একটি গাভী বৃহস্পতিবার বিকেলে চুরি হয়ে যায়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে দাবী গরুর মালিকের। গরুটি বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল আহম্মদ আবুলের বাড়ির পাশে জমিতে খড় খাওয়ার জন্য রাখা হয়। গরুর মালিক গরুটি রেখে নিজ বাড়িতে আসলে চোর গরুটিকে চুরি একই গ্রামের আরেক প্রান্তে পাটোয়ারী বাড়ী মসজিদের পাশে রাখে। সিসি টিভির ভিডিও ফুটেজ ও এলাকাবাসী সূত্রমতে, গরু চোর গরুটিকে মসজিদের পাশো বেধে রেখে একটি পিকআপ ভাড়া করে নিয়ে আসে। (পিকআপের গাড়ি নং ফেনী শ- ১১-০৩৫৬) ছাগলনাইয়ার চাঁদগাজী বাজারে নিয়ে যায়। চাঁদগাজী বাজারে এক গরু বেপারির নিকট গরুটি ৫২ হাজার টাকা বিক্রি করে দেয় বলে গরুচোর স্বীকার করেছে। যার কাছে বিক্রি করা হয়েছে তার ফোনে কল দিলে সে গরুটি ১ হাজার টাকা লাভে বিক্রি করে দিয়েছে বলে সাংবাদিককে জানায়। কার কাছে বিক্রি করেছে সে বলতে না পারায় গরুটি উদ্ধার করা কঠিন হয়ে যায় । তবে গরুটি উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা শুরু করেন শুক্রবার বিকেলে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে এস আই মহিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ফেনী সদর উপজেলার ধলিয়া থেকে গরু ক্রেতাকে ক্রয়কৃত টাকা ফেরত দেয়ার শর্তে চুরি হওয়া গরুটি উদ্ধার করে শুক্রবার রাত ৮ টার দিকে ছাগলনাইয়া থানায় নিয়ে আসেন। যেভাবে চোরকে শনাক্ত করা হয়, এলাকাবাসী গরুটি উদ্ধারের জন্য অনেকে খোঁজা খুজি করতে থাকে। গত বৃহস্পতিবার সন্ধায় ইয়াসিন নামের এক পিকআপ চালক এলাকাবাসীকে জানান একটি গরু তিনি এই এলাকা থেকে চাঁদগাজী বাজারে নিয়ে যায়। কিন্তু এই গরুটি চুরি হওয়া গরু তা তিনি জানতেন না বলে জানান। পিকআপ চালকের কথার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে সময় ও স্থান নির্নয় করে চাঁদগাজী বাজারে সিসি টিভির ভিডিও ফুটেজ চেক করে চোরকে প্রাথমিকভাবে শনাক্ত করেন আমাদের প্রতিনিধি । পরে কেউ চোরের পরিচয় দিতে পারলে উপযুক্ত সম্মান করা হবে মর্মে উল্লেখ করে আমাদের প্রতিনিধির ফেসবুকে গরুচোরের ছবি প্রকাশ করলে গোফন সংবাদের ভিত্তিতে পরদিন শুক্রবার ভোরে মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিয়া ধনকে নিয়ে চোরের বাড়ি দক্ষিণ যশপুরে রওয়ানা হন আমাদের প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া। চোরের বাড়ির আশে পাশের লোকজনকে সিসি টিভির ভিডিও ফুটেজ দেখালে স্থানীয়রা চোরকে শনাক্ত করতে সক্ষম হন। পরে চোরকে বুঝিয়ে ডেকে আনা হয় চাঁদগাজীতে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ জাহান মিনু এর নিকট চোরকে হস্তান্তর করলে পুলিশ এসে গরু চোর শুভকে এবং গরু চুরির সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে পিকআপ চালককে আটক করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞেসাবাদ শেষে পিকআপ চালক ইয়াসিনকে ছেড়ে দেন পুলিশ। ছাগলনাইয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, গরুর মালিক আবদুর রহমানের অভিযোগ গ্রহণ করা হয়েছে। উপযুক্ত মালিকের নিকট উদ্ধারকৃত গরু শনিবার সকালে বাদী আবদুর রহমানের নিকট হস্তান্তর করবেন বলে জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফেনীর ছাগলনাইয়ায় চুরি হওয়া গরু উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত : ০৪:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

ফেনীর ছাগলনাইয়ায় দক্ষিণ যশপুর গ্রামের এহচান শুভ নামে এক গরুচোরকে সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে চোর শনাক্ত করে ফেসবুকে পোস্ট করে চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা এবং চুরি হওয়া গাভী গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ছাগলনাইয়ার উত্তর সতর গ্রামের আবদুর রহমান এর পালিত একটি গাভী বৃহস্পতিবার বিকেলে চুরি হয়ে যায়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে দাবী গরুর মালিকের। গরুটি বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল আহম্মদ আবুলের বাড়ির পাশে জমিতে খড় খাওয়ার জন্য রাখা হয়। গরুর মালিক গরুটি রেখে নিজ বাড়িতে আসলে চোর গরুটিকে চুরি একই গ্রামের আরেক প্রান্তে পাটোয়ারী বাড়ী মসজিদের পাশে রাখে। সিসি টিভির ভিডিও ফুটেজ ও এলাকাবাসী সূত্রমতে, গরু চোর গরুটিকে মসজিদের পাশো বেধে রেখে একটি পিকআপ ভাড়া করে নিয়ে আসে। (পিকআপের গাড়ি নং ফেনী শ- ১১-০৩৫৬) ছাগলনাইয়ার চাঁদগাজী বাজারে নিয়ে যায়। চাঁদগাজী বাজারে এক গরু বেপারির নিকট গরুটি ৫২ হাজার টাকা বিক্রি করে দেয় বলে গরুচোর স্বীকার করেছে। যার কাছে বিক্রি করা হয়েছে তার ফোনে কল দিলে সে গরুটি ১ হাজার টাকা লাভে বিক্রি করে দিয়েছে বলে সাংবাদিককে জানায়। কার কাছে বিক্রি করেছে সে বলতে না পারায় গরুটি উদ্ধার করা কঠিন হয়ে যায় । তবে গরুটি উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা শুরু করেন শুক্রবার বিকেলে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে এস আই মহিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ফেনী সদর উপজেলার ধলিয়া থেকে গরু ক্রেতাকে ক্রয়কৃত টাকা ফেরত দেয়ার শর্তে চুরি হওয়া গরুটি উদ্ধার করে শুক্রবার রাত ৮ টার দিকে ছাগলনাইয়া থানায় নিয়ে আসেন। যেভাবে চোরকে শনাক্ত করা হয়, এলাকাবাসী গরুটি উদ্ধারের জন্য অনেকে খোঁজা খুজি করতে থাকে। গত বৃহস্পতিবার সন্ধায় ইয়াসিন নামের এক পিকআপ চালক এলাকাবাসীকে জানান একটি গরু তিনি এই এলাকা থেকে চাঁদগাজী বাজারে নিয়ে যায়। কিন্তু এই গরুটি চুরি হওয়া গরু তা তিনি জানতেন না বলে জানান। পিকআপ চালকের কথার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে সময় ও স্থান নির্নয় করে চাঁদগাজী বাজারে সিসি টিভির ভিডিও ফুটেজ চেক করে চোরকে প্রাথমিকভাবে শনাক্ত করেন আমাদের প্রতিনিধি । পরে কেউ চোরের পরিচয় দিতে পারলে উপযুক্ত সম্মান করা হবে মর্মে উল্লেখ করে আমাদের প্রতিনিধির ফেসবুকে গরুচোরের ছবি প্রকাশ করলে গোফন সংবাদের ভিত্তিতে পরদিন শুক্রবার ভোরে মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিয়া ধনকে নিয়ে চোরের বাড়ি দক্ষিণ যশপুরে রওয়ানা হন আমাদের প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া। চোরের বাড়ির আশে পাশের লোকজনকে সিসি টিভির ভিডিও ফুটেজ দেখালে স্থানীয়রা চোরকে শনাক্ত করতে সক্ষম হন। পরে চোরকে বুঝিয়ে ডেকে আনা হয় চাঁদগাজীতে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ জাহান মিনু এর নিকট চোরকে হস্তান্তর করলে পুলিশ এসে গরু চোর শুভকে এবং গরু চুরির সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে পিকআপ চালককে আটক করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞেসাবাদ শেষে পিকআপ চালক ইয়াসিনকে ছেড়ে দেন পুলিশ। ছাগলনাইয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, গরুর মালিক আবদুর রহমানের অভিযোগ গ্রহণ করা হয়েছে। উপযুক্ত মালিকের নিকট উদ্ধারকৃত গরু শনিবার সকালে বাদী আবদুর রহমানের নিকট হস্তান্তর করবেন বলে জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ