চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় তিন ভুটভুটি আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর হাজির মোড় রেল ক্রসিং এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- সদর উপজেলার আলীনগর ভুতপুকুর এলাকার মৃত গরিবুল্লাহর ছেলে ফুল চাঁন (৫৫), একই গ্রামের মৃত রইসুদ্দীনের ছেলে শের আলী (৪৫) ও ভুটভুটি চালক আমনুরা কেন্দুল গ্রামের মানিক চাঁনের ছেলে নাইমুল হক (৩৫)।
এলাকাবাসী ও জিআরপি পুলিশ সুত্রে জানা যায়, সকালে মাছ বিক্রি করে নিহতরা বাড়ি ফিরছিলো।আলীনগর- হাজিরমোড় নামক এলাকায় ভুটভুটিটি রেল লাইন ক্রস করার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগলে নিহত তিনজন ট্রেনের নীচে পড়ে যায়। ফলে নিহতের লাশ ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
নিহত ৩ জনের মৃতদেহ ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করে। এরফলে দুপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় জিআরপি পুলিশ। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















