মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর পৌরসভার ১ নং ওয়ার্ডের সুইচ গেট এলাকায় উপজেলা পরিষদের উপনির্বাচনের নৌকার অফিসের নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনাটি সোমবার দিবাগত গভীর রাতে ঘটে।সরেজমিন গিয়ে দেখা যায়, সুইজগেট এলাকার নির্বাচনি নৌকার অফিসের সামনে পেট্রোল বোমার মাধ্যমে কাপড়ের তৈরি নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছেন। নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়ার ফলে উত্তেজিত জনতার টেকেরহাট খুলনা সড়ক অবরোধ করে এবং আজ মঙ্গলবার সকালে নৌকার সমর্থিত কর্মীরা টেকেরহাটে বিক্ষভ মিছিল করেন। মিছিলটি টেকেরহাটের প্রধান প্রধাস সড়ক প্রদক্ষিন করে টেকেরহাট বাস স্টান্ডে এসে শেষ হয়।রাজৈর পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাগর আহম্মেদ উজির জানান, আগামী ২৭ তারিখ উপজেলা পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।সে উপলক্ষে মাদারীপুর ২ আসনের এমপি শাজাহান খান সমর্থিত ও আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরীর পক্ষে আমরা কাজ করছি। আমরা নৌকার সমর্থিত প্রার্থীরা দীর্ঘদিন যাবৎ নৌকার প্রচার-প্রচারণা চালিয়ে আসছি।এখানে প্রায় শতভাগ লোকই নৌকার লোক আমাদের বিজয় সুনিশ্চিত দেখে আনারস মার্কার প্রার্থীর পক্ষেরকর্মিরা গতকালকে আমাদের ১ নং ওয়ার্ডেরবিভিন্ন জায়গায় বিক্ষোভ জঙ্গি মিছিল করে তারা গভীর রাতে পরে আমাদের নৌকার অফিসে সামনে একটি নৌকার প্রতীকে তারা রাতের আধারে পুড়িয়ে দিয়েছে পেট্রোল বোমার মাধ্যমে। রজৈর উপজেলা শাখার যুবলীগের আহ্বায়ক রেজওয়ানুল হক রেজন বলেন, নৌকা প্রেমিকা নৌকার প্রতীক পুড়িয়ে দেওয়ার ফলে প্রতিবাধে খুলনা টেকেরহাট সড়ক অবরোধ করে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও লোকাল থানায় অবহিত করি তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তারা সবকিছু শুনে গেছেন । দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। শাজাহান খান এমপি সমর্থিত উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা জানান, আনারস প্রতীকের সমর্থকরা একের পর এক এ ঘটনা ঘটিয়ে যাচ্ছে । আমরা এর বিচারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।আনারস প্রতীকের প্রার্থী হাজ্বী মহাসিন মিয়া জানান, আমি ও আমার সমর্থকরাও আওয়ামীলীগের লোক। আওয়ামীলীগে অনুপ্রবেশকারীরাই নৌকা প্রতীক পোড়ানোর মত ন্যাকাড়াজনক ঘটনা ঘটিয়ে আমার সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে । আওয়ামীলীগের ও বঙ্গবন্ধুর নৌকা প্রতীক কোন প্রকৃত আওয়ামীলীগের কোন কর্মী পোড়াতে পারেনা । আমার আনারসের জোয়ার দেখে ভীত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে । তদন্ত সাপেক্ষে আমিও এই ঘটনার বিচার দাবি করছি।
রাজৈর থানার অফিসার ইনর্চাজ শেখ সাদিক বলেন, শুনেছি এরকমের একটি ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইগত ব্যাবস্থা নিব।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
রাজৈরে নৌকা প্রতিকে আগুন
-
রাজৈর (মাদারীপুর),প্রতিনিধি - প্রকাশিত : ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- 57
ট্যাগ :
জনপ্রিয়





















