সিদ্ধিরগঞ্জে শাহাদাত হোসেন (২৫) নামে সুপার স্টার বাল্ব কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাতে গুরুতর জখমের ঘটনায় কিশোরগ্যাংয়ের আরো সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাঁতখানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার দিন আরো দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা উভয়েই এজাহার ভুক্ত আসামী বলে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো,সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভুঁইয়াপাড়া এলাকার মো: মোতালেবের ছেলে মো: মুরাদ (৩০) ও একই এলাকার মৃত হেলাল মোল্লার ছেলে রাশেদ মোল্লা (৩৫)।
এ ঘটনায় কিশোরগ্যাংয়ের হামলার শিকার শাহাদাত হোসেনের মাতা মোসা: ফজিলাতুন্নেছা বাদী হয়ে ৮ জনকে আসামী করে রবিবার (৩০ জানুয়ারী) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৫৪, ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৮৯/৫০৬/৩৮ পেনাল কোড ১৮৬০।
এর আগে গত শনিবার (২৯ জানুয়ারী) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভুঁইয়াপাড়া এলাকায় সুপার স্টার বাল্ব কারখানার মেইন গেট সংলগ্ন রাস্তায় কিশোরগ্যাং গ্রুপের অন্যতম হোতা আল আমিনের নেতৃত্বে কিশোরগ্যংয়ের সদস্যরা হামলা চালায়। এসময় তাদের ছুরিকাঘাতে শাহাদাত মুখে, পেটে এবং রানে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক মেহেদী হাসান মুন্না (১৮) ও রিয়াদ (১৮) নামে দুই কিশোরগ্যাং সদস্যকে আটক করতে সক্ষম হলেও মূলহোতা আলামিন (২১) পলাতক রয়েছে। আহত শাহাদাত হোসেন গোদনাইল ভুঁইয়াপাড়া রেল লাইন এলাকার জসিম উদ্দিনের ছেলে। সে সুপার স্টার বাল্ব কারখানার একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে সুপার স্টার বাল্ব কারখানায় চুরির ঘটনা ঘটে। রাতের আধারে চোরেরা কারখানার অফিস কক্ষ থেকে ল্যাপটপ সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরের দিন কারখানার কর্মকর্তারা সিসি টিভির ফুটেজে শাহাদাতের সহযোগিতায় দুই চোরকে সনাক্ত করা হয়। পরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়। এতেই শাহাদাতের উপর ক্ষিপ্ত হয় কিশোরগ্যাংয়ের সদস্যরা। অপরদিকে, গত শুক্রবার (২৮ জানুয়ারী) শাহাদাতের একটি মোবাইল চুরি করে নিয়ে যায় কিশোরগ্যাংয়ের সদস্যরা। ওই দিনই শাহাদাত স্থানীয় লোকজনের সহযোগিতায় মোবাইলটি উদ্ধার করে। তখন কিশোর গ্যাংয়ের সদস্য আল আমিন শাহাদাতকে রাস্তায় পেলে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। তার পরের দিনই এ ঘটনা ঘটায় কিশোরগ্যাং সদস্যরা।
এ ঘটনায় আরো দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানায়, দুপুরে তাদেরকে গোদনাইল তাঁতখানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















