১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন থিয়াগো সিলভা!

কয়েকদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো ইউরোপে খেলা সেরা ব্রাজিলিয়ান ফুটবলার নির্বাচিত হয়েছেন পিএসজি তারকা নেইমার। সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড নামে পরিচিত পুরস্কারটি এ নিয়ে সর্বোচ্চ পাঁচ বার জিতলেন তিনি।

কিন্তু সেটি নিয়ে নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তার জাতীয় দলের সতীর্থ ও বন্ধু থিয়াগো সিলভা! চেলসি ডিফেন্ডারের অভিযোগ, ২০১৩ সালে নেইমার ইউরোপে পাড়ি জমানোর পর থেকেই না কি তিনি কিছু জিততে পারছেন না।

সিলভার অভিযোগের একটি স্ক্রিনশট নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নেইমার। সেখানে নেইমারকে থিয়াগো সিলভা বলেন, ‘তুমি ইউরোপে আসার পর আমি আর কিছু জিততে পারছি না! ফাক ইউ! হাহাহাহাহাহাহাহা।’ নেইমারও কম যান না। জবাবে, হাহাহাহাহাহাহাহা লিখে ভালোবাসার ইমুজি দিয়ে দেন। দুই বন্ধু যে আসলে মজা করছিলেন তা তাদের কথোপকথন দেখেই বুঝা যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন থিয়াগো সিলভা!

প্রকাশিত : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

কয়েকদিন আগেই টানা দ্বিতীয়বারের মতো ইউরোপে খেলা সেরা ব্রাজিলিয়ান ফুটবলার নির্বাচিত হয়েছেন পিএসজি তারকা নেইমার। সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড নামে পরিচিত পুরস্কারটি এ নিয়ে সর্বোচ্চ পাঁচ বার জিতলেন তিনি।

কিন্তু সেটি নিয়ে নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তার জাতীয় দলের সতীর্থ ও বন্ধু থিয়াগো সিলভা! চেলসি ডিফেন্ডারের অভিযোগ, ২০১৩ সালে নেইমার ইউরোপে পাড়ি জমানোর পর থেকেই না কি তিনি কিছু জিততে পারছেন না।

সিলভার অভিযোগের একটি স্ক্রিনশট নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নেইমার। সেখানে নেইমারকে থিয়াগো সিলভা বলেন, ‘তুমি ইউরোপে আসার পর আমি আর কিছু জিততে পারছি না! ফাক ইউ! হাহাহাহাহাহাহাহা।’ নেইমারও কম যান না। জবাবে, হাহাহাহাহাহাহাহা লিখে ভালোবাসার ইমুজি দিয়ে দেন। দুই বন্ধু যে আসলে মজা করছিলেন তা তাদের কথোপকথন দেখেই বুঝা যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ