নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে মাসুম মোল্লা নামে এক কাপড় ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পিটিয়ে আহত করে নগদ টাকা ও মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩-শে মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গাউছিয়া মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাসুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মাসুম মোল্লার অভিযোগ থেকে জানা যায়, ছোনাবো ও পাচাইখাঁ এলাকার ইমাম, রাজিব, নুরা, ওবাইদুল, হাবিবুর, রাবি, সাইফুলসহ অজ্ঞাত আরা ৯/১০ জন মিলে বেশ কিছুদিন ধরে আমার গাউছিয়া মার্কেটের পিংকি ফ্যাশন নামীয় ব্যবসা প্রতিষ্ঠান এস ১০ লাখ টাকা চাঁদা দাবী করিয়া আসছিল। চাঁদার টাকার জন্য আমাক বিভিন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে তারা। এরই প্রক্ষিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে হামলাকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে আমার দোকানে প্রবেশ করে চাঁদার ১০ লাখ টাকা দিতে বলে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে হামলাকারীরা আমাকে দেশীয় অস্ত্র ও দোকানের তালা দিয় আমাকে মাথায় ও শরীরের বিভিন্ন যায়গায় এলোপাথালী পিটাতে থাকে। এক পর্যায়ে আমি ফ্লোরে লুটে পরে যাই। পরে হামলাকারীরা আমার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দোকান থাকা মালামাল কাপড় চাপড় লুট করে নিয়ে যায়। পরে আমার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত রাজিবের মোবাইলে একাধিকবার ফোন করলে তিনি ফোন কেটে দেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত মাতাবেক ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















