সুপারস্টার শাকিব খান। তিনি শিল্পীর পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। তার এসকে ফিল্মসের ব্যানারে সর্বশেষ এসেছে ‘বীর’ সিনেমাটি। তবে নিয়ম না মানায় তার পদটি বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সমিতি এ সিদ্ধান্ত জানিয়েছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকজন প্রযোজক ও প্রযোজক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেন।
শাকিব খানের দীর্ঘদিনের বন্ধু মো. ইকবাল বলেন, ‘চাঁদা না দেওয়াসহ বেশকিছু কারণে তার সদস্যপদ বাতিল করা হযেছে- এটা নিশ্চিত।’
প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘চাঁদা নয়, তার আয়করের কাগজে কোনও একটা ঝামেলা হয়েছে বলে আমি যতদূর জানি। তাই তার সদস্য পদ বাতিল হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।’
এদিকে, গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। যা দেখভাল করছে প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে নতুন করে ভোটার হালনাগাদ হলো। সেখানে শাকিব খানের ভোটটি বাতিল করা হয়। সমিতির মোট ভোট সংখ্যা ১৬৩।
বিজনেস বাংলাদেশ/বিএইচ