নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় গত সোমবার (৪ এপ্রিল) রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । উক্ত অভিযানে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৩০২ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি গাঁজাসহ আল আমিন (৩৩) এবং রাজিব হোসেন (২৫) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
অনুসন্ধানে জানা যায়,গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিষ্ণপুর এলাকার মোঃ শহীদ এর ছেলে এবং অপর আসামী মোঃ রাজিব হোসেন ঢাকা জেলার দোহার থানাধীন নটাখোলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তারা উভয়ই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারণ করে যাত্রী পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা,
নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















