ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে নর্দার্ন জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। রোববার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২৯ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৬৫ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি রোববার সর্বশেষ ৪১০ টাকা দরে লেনদেন হয়েছে।
এদিন ৩ হাজার ৬২৭ বারে কোম্পানির এক লাখ ৯০ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৮ লাখ টাকা। লুজারের দ্বিতীয় স্থানে থাকা ইসলামিক ফিন্যান্সের ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯৭ শতাংশ দর কমেছে। রোববার কোম্পানিটির সর্বশেষ ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৪৬ বারে ৭ লাখ ৪৫ হাজার ৩১৮টি শেয়ার লেনদেন করেছে।
লুজারের তৃতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৪৬ শতাংশ কমেছে। রোববার শেয়ারটির সর্বশেষ ১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ বারে এক হাজার ২১৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ হাজার টাকা।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সাভার রিফ্যাক্ট্ররিজ, জাহিন স্পিনিং, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, উত্তরা ব্যাংক, পপুলার লাইফ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

























